তথ্য প্রযুক্তির এ যোগে দৈন্যদিন কাজের প্রায় নিত্য সঙ্গী হয়ে উঠেছে ল্যাপটপ। ব্যাক্তিগত অথবা অফিসিয়াল কাজে এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। আর ব্যবহারকারীদের কাজের চাহিদা মেটাতে নিজের জন্য প্রত্যেকে কিনতে চান একটি ল্যাপটপ।
কিন্তু ল্যাপটপের দাম কত ? এটি অনেকের নেই জানা । তাই প্রায় সময় আমরা এমন একটি প্রশ্ন শুনতে পাই, বাংলাদেশের ল্যাপটপের দাম কত। এই প্রশ্নের জবান অনেকে অনেকভাবে দিয়ে থাকেন ।
প্রকৃতপক্ষে ল্যাপটপের দাম কত
আসলে ল্যাপটপের দাম কত এটি বলা প্রায় মসকিল, কারন ল্যাপটটের দাম নির্ধারন হয় এর কোয়ালিটি এবং রিকোয়ারমেন্ট এর উপর। অথাৎ কার কোন কনফিগারেশনের এবং কোন ব্রান্ডের ল্যাপটটপ প্রয়োজন তার উপর ডিপেন্ড করে দাম বলতে হয় । তবে মোটামোটি মানের নতুন ল্যাপটপ বর্তমানে প্রায় ৩৮-৪০ হাজার টাকার নিচে পাওয়া প্রায় অসম্ভব। চলুন এ নজরে দেখে নেই বাংলাদেশের মোটামোটি বাজেটের কয়েকটি ল্যাপটপ দাম কত।
লেনোভো ল্যাপটপ এর দাম কত

বাজারে মোটামোটি কয়েকটি ভাল মানের কমদামের ল্যাপটপ ব্রান্ড রয়েছে তার মধ্যে লেনোভো একটি। এই ব্রান্ডের ল্যাপটপ ব্যবহারকারীর চাহিদার ভেতর মোটামোটি কমদামে পাওয়া যায়। তবে এর উচ্চ কনফিগারেশনের বেশী দামের ল্যাপটপ ও আছে। চলুন জেনে নেই লেনোভো ল্যাপটপ এর কোনটির কোন দাম।
Lenovo IDEALPAD Slim 3i 15IGL INTEL Celeron N4020 15.6″ HD | Price Bdt 38,500 |
Lenovo IDEALPAD D330 10IGL Intel CDC N4020 10.1″ HD Touch | Price Bdt 39,000 |
Lenovo IDEALPAD Slim 3i Celeron N4020 256GB SSD 15.6″ HD | Price Bdt 39,500 |
Dell ল্যাপটপ এর দাম কত

ডেল ল্যপটপ বাজারে উন্নত মানের কয়েকটি ল্যাপটপের একটি হচ্ছে ডেল। এই ল্যাপটপের ব্যবহার বাংলাদেশে কম হলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেলের চাহিদা বেশী তাই মোটামোটি ভালমানের ল্যাপটপ ডেল ৪১ হাজারের নিচে বাজারে বর্তমানে দিতে পারছে না । চলুন জেনে নেই ডেল ল্যপটপ এর দাম কত।
Dell Intel Pentium Silver Inspiron 15 3510 N5030 15.6″ HD | Price Bdt 41,500 |
Dell Core i3 11th Gen Inspiron 15 3511 15.6″ FHD | Price Bdt 50,500 |
Dell Core i3 11th Gen Inspiron 15 3511 256GB SSD 15.6″ FHD | Price Bdt 53,500 |
Hp ল্যাপটপ এর দাম কত

বিশ্বের নামি দামি প্রতিষ্টানের মধ্যে Hp একটি বড় প্রতিষ্টার। তাই এই ব্রান্ডের ল্যাপটপের চাহিদা বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব জায়গায় বেশী। সবচেয়ে বড় কথা হল Hp ব্রান্ডের ল্যাপটপ ব্যবহারীরা ভোগান্তির ীমকার হন কম । চলুন জেনে জেনে নেই Hp ল্যাপটপ এর দাম কত।
HP 15s-du1116TU Pentium Silver N5030 15.6″ HD | Price Bdt 39,900 |
HP 15s-du1117TU Pentium Silver N5030 15.6″ HD | Price Bdt 41,500 |
HP 15s-fq3234TU Celeron N4500 15.6″ FHD | Price Bdt 43,500 |
HP 15s-du3611TU Core i3 11th Gen 15.6″ FHD | Price Bdt 55,500 |
HP 15s-du3560TU Core i3 11th Gen 15.6″ FHD | Price Bdt 58,000 |
সবশেষে কয়েকটি কথা
আবারও বলছি ল্যাপটপের দাম নির্ধারণ হয় এর কোয়ালীটি ও কনফিগারেশনের উপর আমরা এখানে কয়েটি ব্যবহারকারীদের মোটামোটি বাজেটের মধ্যে ল্যাপটপের দাম নিয়ে আলোচনা করেছি। এর দাম বাজারে সামান্য কমি বেশী হতে পারে। আমরা আমাদের পোষ্টটির মাধ্যমে কেবল ধারনা দিলাম। ল্যাপটপ কিনার সময় সঠিক কনফিগারেশনের দেখে কয়েটি দোকান যাচাই করে নেয়া ভাল।