facebook থেকে আয় করার সহজ উপায় : facebook প্রফেশনাল মোড  

facebook থেকে আয় earn from Facebook

facebook থেকে আয় করার অনেক উপায় রয়েছ, যা ব্যরবহার করে অনেকে অনেক ভাবে facebook থেকে আয় করছেন। কিন্তু বর্তমানে নতুন একটি facebook থেকে আয় উৎস বের করল ফেসবুক মেটা। যার সাহায‌্যে ইউজার আরো বেশী facebook থেকে আয় করতে পারেন। এই উৎসটি সবার কাছে facebook প্রফেশনাল মোড নামে পরিচিত।


facebook ইউজার তাদের প্রোফাইলকে প্রফেশনাল মোড ফিচার চালু করে অনায়াসে facebook থেকে আয় করতে পারেন লাখ টাকারও বেশী।


facebook প্রফেশনাল মোড ফিচারের সাহায্যে কনটেন্ট ক্রিয়েটরা তাদের কনটেন্ট পাবলিশ করার জন্য আলাদা কোন পেইজ না বানিয়ে ব্যক্তিগত প্রোফাইলে facebook প্রফেশনাল মোড চালু করে facebook থেকে আয় করতে পারবেন।
প্রকৃত পক্ষে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এই মোডটি ক্রিয়েটরদের জন্য ১ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এর অংশ।


প্রফেশনাল মোড এর সাহায্যে কিভাবে facebook থেকে আয় করব

facebook থেকে আয়


ফেসবুক এর নতুন সংযোজন ফেসবুক প্রফেশনাল মোড, যা ব্যবহারকারীগন তাদের ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইল কে কনর্ভাট করে ‌ব্যবহার করতে পারেন। এই ফিচারের সাহায্যেব ব্যক্তিগত প্রোফাইলে কনটেন্ট আপলোড করে মনিটাইজ অপশন চালু করা করা যায় এবং তা থেকে টাকা আয় করা


ফেসবুক প্রফেশনাল মোড এড করা হয়েছে নতুন ড্যাশবোর্ড, যেখানে ইউজার তার পোষ্টে কত রিচ করেছে এনগেজমেন্ট কত হয়েছে সব তথ্যট পাওয়া যায়। পেইজে যে রকম সকল অ্যানালিটিক্স ডেটা দেখা যায়, টিক তেমনি প্রফেশনাল প্রোফাইলেও দেখা যায়। মোট কথা ফেসবুক পেইজের সকল সুবিধা প্রফেশনাল মোড এ পাওয়া যায়।


প্রকৃতপক্ষে ফেসবুক মেটা এ ফিচারটি তৈরী করেছে ক্রিয়েটরদের আযের সাথে গুরুত্বপূর্ণ Insights প্রদান করার জন্যে। এই ফিচার এর মাধ্যকমে ভালমানে ক্রিয়েটার পেতে পারে ভাল রেভিনিউ তারই সাথে তারা ব্য বহার করতে পারবেন অডিয়েন্স বড় করার জন্যা শক্তিশালী টুলসমূহ ।


Facebook Reels Play bonus থেকে আয়


Facebook Reels Play bonus হচ্ছে facebook প্রফেশনাল মোড থেকে প্রধান আয়ের মাধ‌্যম । রিলস প্লে হল ছোট ছোট খন্ড ভিডিও, যেমনটা টিকটক এর মত। এ ধরনে ভিডিও আপলোড করে কনটেন্ট ক্রিয়েটাররা প্রোফাইল প্রফেশনাল মোড থেকে ভাল মানের আয় করতে পারেন।

কনটেন্ট ক্রিয়েটারদের তাদের তৈরীকৃত Facebook Reels Play এর মাসির ভিউর উপর নির্ভর করে আয়। যদি ভাল ভিউ হয় তাহলে facebook প্রফেশনাল মোড থেকে আয় প্রায় ৩৫০০০ ডলার পর্যন্ত করতে পারেন


facebook প্রফেশনাল মোড থেকে আয় মাসে কত হতে পারে


যোগ্য কনটেন্ট ক্রিয়েটরা তাদের তেরীকৃত রিলসের মাসিক ভিউয়ের উপর নির্ভর করে তাদের আয়। তবে ফেসবুক জানিয়েছে ভালমানের ক্রিয়েটরা মাসে সর্বোচ্চ ৩৫,০০০ ডলার আয় করতে পারবেন