ব্লগ মানে কি, ব্লগ থেকে কিভাবে আয় করবেন

ব্লগ মানে কি what is blog

ব্লগ মানে কি এই প্রশ্নটি আমরা প্রায় শুনে থাক, কিন্তু এর জবাব সঠিকভাবে খুবই কম পাওয়া যায়। আমারা আমাদের এই পোষ্টটির মাধ্যমে ব্লগ মানে কি এবং ব্লগ থেকে কিভাবে আয় করবেন এ বিষয়গুলি নিয়ে আলোচনা করব।


ব্লগ মানে কি


সাধারন ভাষায় বলা যায় ব্লগ হচ্ছে একটি ব্যক্তিগত ডায়েরি যা মানুষ অনলাইনে শেয়ার করে ৷ এটি শুরু হয় ১৯৯৪ সালে। শুরুতে এই অনলাইন জার্নালে, মানুষ তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে শেয়ার করত । ধীরে ধীরে এটি যখন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠে তখন তারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে একটি নতুন উপায়ে তথ্য ও যোগাযোগের একটি সুযোগ তৈরী করে। এ থেকে শুরু হলো ব্লগিং এর জগৎ


বর্তমানে আমরা একটি ওয়েবসাইটের পোষ্ট আকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করি এবং তা থেকে অনলাইন পাঠকরা উপকৃত হয়। অনেকে আবার তাদের ব্যাক্তিগত তথ্যু ও প্রদান করেন।


ব্লগ বা ব্লগিং এর সংঙ্গা হচ্ছে সহজ ভাষা যেটি বুঝা যায়, তা হল যেখানে তথ্য আপলোড করে ইন্টারনেট জগতের বহুল মানুষের কাছে পৌঁছে দেয়া হয়। তাই ব্লগ আর যে বা যারা তা আপলোড করে তারা হচ্ছে ব্লগার এবং এই ব্লগার যা করছে এটি হচ্ছে ব্লগিং।


ব্লগ থেকে কিভাবে আয় করবেন

ব্লগ মানে কি


ব্লগিং হচ্ছে একটি মুক্ত এবং সহজ পেশা, এটি করে বর্তমানে ঘরে বসে আয় করা সম্ভব। লেখাপড়া বা ব্যবসার পাশাপাশি এই পেশায় কাজ করা যায়। এবার আমরা ব্লগ থেকে কিভাবে আয় করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ব্লগিং পেশা আসলে খুবই মজার একটি পেশা এটিতে ভালভাবে কাজ করলে মাসে কমপক্ষে ২০ হাজারেরও বেশী টাকায় আয় করা যায়। অথাৎ ভাল মানে একাটি কনটেন্ট ব্লগে পোষ্ট করলে এ থেকে সারা জীবন আয় পাওয়া যায়, এ কারনে ব্লগিং কে রয়েলিটি ইনকাম হিসেবে ধরা হয়েছে।


ব্লগ থেকে কিভাবে টাকা আসে


ব্লগ থেকে কিভাবে টাকা আসে একটি কমন প্রশ্ন, যা আমরা প্রায় শুনে থাকি, এর উত্তর হল আপনার যদি ভাল মানে একটি ওয়েবসাইট থাকে, আর যেখানে তথ্য বহুল কনটেন্ট থাকে, সব কিছূ টিকটাক থাকলে আপনী গুগল এডসেন্স এর মা‌‌‌ধ্যমে বিজ্ঞাপন সো করিয়ে টাকা আয় করতে পারেন। তারই সাথে বিভিন্ন ধরনের এফিলিয়েট লিংক ওয়েবসাইটে প্রদর্শন করিয়ে টাকা আয় করতে পারেন।


এবার প্রশ্ন হল গুগল এডসেন্স বুঝলাম কিন্তু এফিলিয়েট কি, এফিলিয়েট হচ্ছে ইন্টানেট জগতে কিছু বড় বড় অনলাইন মার্কেট প্লেস আছে, যারা বিশ্বমানের প্রোডাক্ট সেল করে। এই প্রোডাক্ট গুলো সম্পর্কে রিভিউ লিখে তাদের লিংক যদি কেউ শেয়ার করে, আর এই লিংক থেকে যদি কোন ক্রেতা প্রোডাক্ট ক্রয় করে, তবে শেয়ারকারীকে মার্কেট কিছু কমিশন দেবে। এই লিংক শেয়ার করে কমিশন পাওযা গেল একেই বলা হয় এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয়।


ব্লগিং কিভাবে শুরু করব ও ব্লগিং করে টাকা আয় করব


ব্লগিং কিভাবে শুরু করব প্রশ্নের জবাবে আমি বলব, ব্লগিং শুরু করার আগে নিজেকে তৈরী করতে হবে ব্লগিং করার জন্য । আর ব্লগিং থেকে আয় করতে হলে প্রথমে ব্লগ সর্ম্পকে ভাল ধারনাও লেখালেখিতে পারদর্শী হতে হবে। কারন ব্লগ ও লেখালেখিতে ধারনা যদি না থাকে তাহলে এ পেশায় বেশীদিন টিকে থাকা যায় না।
চাইলে বাংলা ভাষায় আর্টিকেল লিখে ভাল আয় করা যায়। এবার প্রশ্ন হল সব টিক আছে শুরুটা কিভাবে করব। ব্লগিং শুরু করার আগে মনস্থির করতে হবে কোন বিষয় নিয়ে কাজ করব।


বর্তমানে ব্লগিং এর উপর অনেক গুলো বিষয় নিয়ে অনেকে কাজ করছে, তবে আপনী যে বিষয় পারদর্শী সে বিষয় শুরু করতে পারেন। এবং আপনার জানা বিষয়টি নিয়ে অনলাইনে রির্সাস করতে পারেন যে কিভাবে আর্টিকেল উপস্থাপন করলে ভাল গ্রহন যোগ্যাতা পাওয়া যাবে।


তবে কয়েকটি বিষয় খুবই খিয়াল করতে হবে, আপনী যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন তার বর্তমান সময়ে চাহিদা কেমন ও কম্পিটিশন কেমন। কমিপইটশন বেশী থাকলে সে বিষয় নিয়ে এগুণো একটু কষ্টকর হয়ে পড়ে। তাই বিষয়টি ল কম্পিটিশন দেখে বাছাই করা ভাল।


ব্লগিং শুরু করতে কি লাগে ?


ব্লগিং শুরু করতে প্রথমে আপনাকে একটি মোটামোটি লেখালেখি উপযোগী একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। তাছাড়া বর্তমানে ভালমানের স্মার্ট ফোন দিয়েও ব্লগিং করা যায়।


এবার কোন জিনিসগুলো বেশী প্রয়োজন তা হল, একটি ইন্টারনেট কানেকশন একটি ওয়েবসাইট (Domain + Hosting + Website ) সাথে ভাল মানের ডিজাইনের একটি ওয়েব পেজ বেশ শুরু করতে পারেন।


ব্লগিং সর্ম্পকৃত ফ্রি ধারাবাহিক টিউটরিয়াল পেতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন আমরা নিয়মিত টিউটরিয়াল পোষ্ট করব।