এসইও SEO কত প্রকার : Type of SEO bangla

এসইও SEO কত প্রকার types of SEO

এসইও SEO কত প্রকার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার এই প্রশ্নের জবাবে উত্তরটা বিভিন্ন ভাবে আসে, বেশীর ভাগ ক্ষেত্রে Type of SEO bangla দুই প্রকার বলা হয়ে থাকে । যার মধ্যে অনপেজ এসইও অফ পেজ এসইও। আবার অনেক সময় শুনা যায় অনেকে বলেন জেনারেল এসইও, এবং ব্লগিং এসইও। প্রকৃত পক্ষে এসইও SEO কত প্রকার বলতে গেলে ডিটেলস বর্ণনা করতে হয়।


এসইও SEO কত প্রকার Type of SEO bangla


এসইও SEO মুলত তিন প্রকার

১ White hat SEO,

২ Black hat SEO,

৩ Grey hat SEO

তাহলে চলুন জেনে নেই এই তিন প্রকার এসিও’র বিস্তারিত বর্ণনা।

White hat SEO
White hat SEO বলতে সাধারণ ভাষায় যা বুঝা যায় যে এসইও SEO সার্চ ইঞ্জিনের সকল নিয়ম কানুন মেনে সঠিক র্ফমুলায় করা হয় বা অপটিমাইজ করা হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনের নিদিষ্ট নিয়ম কানুন যেটি তাদের গাইড লাইনে বলেছে তা মেনে ওয়েবসাইট বা ওয়েব পেজ অপটিমাইজকে White hat SEO বলে ।
White hat SEO কে আবার ৩ প্রকার বলা হয়েছে, যা মধ‌্যে অনপেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসিও।

এসইও SEO কত প্রকার


Black hat SEO
Black hat SEO বলতে সাধারণ ভাষায় যা বুঝা যায় যে এসইও SEO সার্চ ইঞ্জিনের নিয়মের বাহিরে করা হয় বা পেজ অপটিমাইজ করা হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনের নিদিষ্ট নিয়ম কানুন যেটি তাদের গাইড লাইনে করতে নিষেধ করেছে তা না মেনে ওয়েবসাইট বা ওয়েব পেজ অপটিমাইজকে Black hat SEO বলে ।


বর্তমানে বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাবহারকারীরা তাদের ওয়েবসাইটকে rank করানো জন্য ওয়েপেইজ অপটিমাইজ করছে Black hat SEO এসিও ব্যবহার করে। প্রকৃত পক্ষে এটি একটি বড় ভুল এর মাধ্যমে সাময়িক রেকিং পাওয়া যায় তবে এর স্থায়িত্ব থাকে না বেশী দিন।

অর্থাৎ যে নিময় সার্চ ইঞ্জিন seo Guideline নিধেষ করেছে তা না মেনে ওয়েবপেইজ অপটিমাইজ করাকে সহজ ভাষা কালো টুপি বলা হয়।


Grey hat SEO
Grey hat SEO বলতে আমরা যা বুঝি সার্চ ইঞ্জিন seo Guideline যা করতে বলা হয়েছে তার কিছু মেনে চলা, আর যা করতে নিষেধ করেছে তার কিছু অংশ মেনে না চলে ওয়েবপেইজ অপটিমাইজ করা হয় তাকে Grey hat SEO বলে।
অর্থাৎ সহজ ভাষায় হোয়াইট হ্যাট ও ব্ল্যাক হ্যাট সংমিশ্রনকে Grey hat SEO বলে। এই এসিওটি ও বেশী দিন স্থায়ত্বি রাখা যায় না, সতরাং এটি ভুল নিয়ম।