Pc অন হচ্ছে না ব্লু স্ক্রীন সমস্যা কারন ও সমাধান

Pc অন হচ্ছে না ব্লু স্ক্রীন

Pc অন হচ্ছে না ব্লু স্ক্রীন সমস্যা। Pc চলাকালে এমন নানা সমস্যার সম্মুখিন প্রায় আমাদের হতে হয় । Pc অন হচ্ছে না, বার বার পিসি রিস্টার্ট নিচ্ছে অথবা Pc অন হয়ে রিলোড নিচ্ছে, মনে হবে উইন্ডোজ লোড নিচ্ছে কিন্তু হঠাৎ Monitor Screen এ একটি ব্লু স্ক্রীন চলে আসলো। আর সাথে একটি এরর ম্যাসেজ দেখিয়ে কম্পিউটার রিবুট নেয়া শুরু করল । একে বলে Pc ব্লু স্ক্রীন অফ ডেথ । অনেক Pc ক্ষেত্রে এমনটি একটি কমন সমস্যা, এতে Pc অন হতে পারে না, বারবার রিস্টার্ট নিতে থাকে।

Pc অন হচ্ছে না ব্লু স্ক্রীন অফ ডেথ সমস্যার সমাধান

ব্লু স্ক্রীন এরর’ সাধারণত বেশিরভাগ সময় ত্রুটিপূর্ণ হার্ডওয়্যার বা ড্রাইভার থেকে ঘটে যার ফলে Pc অন হচ্ছে না ব্লু স্ক্রীন দেখাচ্ছে । প্রথমে সমস‌্যাটি আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে  ঠিক কোনটির জন্য এই সমস্যা হচ্ছে । সমস‌্যাটি আইডেন্টিফাই  করতে স্ক্রীন আসা এরর ম্যাসেজ গুলো অবশ্যই চেক করতে হবে। আর যদি সমস‌্যাটি Pc কিছুক্ষণ চলার পরে দেখা দে, তাহলে আমার মতে Pc’র সকল ড্রাইভার সফটওয়্যার গুলোকে আপডেট করে নেয়া ,  ৮০ শতাংশ ক্ষেত্রে এমন সমস্যা আপডেট দেয়ার পর সমাধান হয়ে যায়।

আপডেট করার পর যদি সমাধান হয় তাহলে মনিউটর স্ক্রিনে পাওয়া এরর ম্যাসেজ দিয়ে গুগলে সার্চ করে ব্লু স্ক্রীন সম‌্যসা সমাধান খুজুন  ১০০% সমাধান গুগলে পেয়ে যাবেন এ অনুযায়ী পদক্ষেপ গুলো অনুসরণ করুণ।

সব গুলো পদক্ষেপ চেষ্টা করার পরও যদি সমস‌্যাটি সমাধান না হয় তবে বুঝে নিতে হবে হার্ডওয়্যার সমস্যা দেখা দিয়েছে।

ব্লু স্ক্রীন অফ ডেথ