Realme C15 দাম ১৩ হাজার এ নিয়ে এলো আকর্ষণীয় একটি ফোন !

Realme C15 দাম

Realme C15 দাম ১৩ হাজার এ নিয়ে এলো আকর্ষণীয় একটি ফোন। সম্প্রতি Realme বাজারের সাথে তাল মিলিয়ে নিয়ে আসছে একেরে পর এক নতুন মডেল। এর কিছু দিন আগে তাদের নতুন একটি ফোন Realme C12 Qualcomm Edition মডেল, ব‌্যবহার কারীর কাছে পরিচিত হতে না হতে রিলিজ করল Realme C15 দামও রাখল সকলের বাজেটের মধ‌্যে।

Realme C15 ফোনটি বিশ্বের বিভিন্ন দেশে MediaTek Helio G35  প্রসেসর দ্বারা রিলিজ করলেও বাংলাদেশে ব‌্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 460 প্রসেসর সাথে 4gb র‌্যাম ও ৬৪ জিবি এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজের Realme C15 ফোনটি ২টা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ।

Realme c12 মডেলের ফোনের মতো দেখতে Realme C15 ফোনটি তবে এর মধ‌্যে আপডেট করা হয়েছে ডিসপ্লে , প্রসেসর, র‌্যাম, ক‌্যামেরাসহ অনেক কিছু ।

Realme C15 দাম

Realme c15 4/64 price in bangladesh

৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এ Realme C15 দাম ১২ হাজার ৯শত ৯০টাকা

৪জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এ Realme C15 দাম ১৪ হাজার ৪শত ৯০টাকা

Realme C15  ডিজাইন

Realme C12 ও Realme C15  মধ‌্যে দেখতে তেমন কোন তফাত নেই । তবে Realme C15  ফোনের সামনে রয়েছে ওয়াটারড্রপ নচ ৬.৫ ইঞ্চি  ডিসপ্লে । ওজন ২০৯ গ্রাম, এর ডানপাশে  পাওয়ার বাটন এবং ভলিউম বাটন বামপাশে  সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। ৩.৫ মিমি হেডফোন, অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, লাউড স্পিকার এবং একটি ডেডিকেটেড মাইক্রোফোন  রয়েছে ফোনের নিচের দিকে ।

ফোনটির পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ ও  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আছে ৬০০০ মিলিএম্প এর বড় একটট্ ব্যাটারি। যার ফলে ফোনটি হাতে নিলে মোটা ও ভারী মনে হবে। Realme C15 ফোনটি সিলভার ও পাওয়ার ব্লু কালোরে পাওয়া যাবে।

এবার জেনে নেই  Realme C15 ফোনটিতে কি স্পেসিফিকেশন রাখা হয়েছে

Realme C15 ডিসপ্লে

Realme C15 ফোনটি রয়েছে ৬.৫ ইঞ্চির ইঞ্চির ওয়াটারড্রপ নচ এইচডি-প্লাস  আইপিএস এলসিডি ডিসপ্লে। যার রেজোলেশন ১৬০০×৭২০ পিক্সেল যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ । এবং সুরক্ষার জন‌্য ব‌্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ।

Realme C15  হার্ডওয়্যার

ফোনটিতে  qualcomm snapdragon 460 প্রসেসর ও অক্টা-কোর  অ্যাড্রেনো 610 জিপিইউ ব‌্যবহার করা হয়েছে। ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ  ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ২টা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Realme C15  ফোন বাংলাদেশে পাওয়া যাবে।

Realme C15  সফটওয়্যার

এন্ড্রয়েড ভার্সন ১০ এবং Realme UI   দ্বারা চালিত  Realme C15 ফোনটি  রিলিজ করা হয়েছে ।

Realme C15  ক্যামেরা

Realme C15  কোয়াড ক্যামেরা হিসেবে পেছনের ক্যামেরা সেটাপ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা  ১৩ মেগা পিক্সেলের সাথে রয়েছে  ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগা পিক্সেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর ও ২ মেগা পিক্সেল রেট্রো সেন্সর। সেফফির জন‌্য রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Realme C15   ব্যাটারি

Realme C15   ফোনটিতে ৬০০০ মিলিএম্প আর বড় ব্যাটারি রয়েছে, যা দিয়ে ৩ দিন অনাসে চলা যাবে। সাথে আছে মাইক্রো  ইউ এস বি চার্জিং পোর্ট ও ১৮ ওয়াট ফাস্ট চার্জার।